arnob - tui gan ga كلمات الأغنية
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সাম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সাম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
তুই গান, গান, গান
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
অনেক বেশি ফুটে থাকা রঙ মাতাল ফুল
দেখলেও জানি তোর চোখ মনে পড়বে
আর আমার ভুল
অনেক বেশি ফুটে থাকা অনিচ্ছুক রঙ মাতাল ফুল
দেখলেও জানি তোর চোখ মনে পড়বে
আর আমার ভুল
ভালোবাসা তাই অন্য কোথাও
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সম্রাজ্য নিজেই গড়ুক
তুই দিস চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
তুই গান, গান, গান
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
বাঁচ রে, বাঁচ
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
তুই গান, তুই গান গা
তুই গান গা
তুই গান গা
كلمات أغنية عشوائية
- stna - peripetie كلمات الأغنية
- grezzzo كلمات الأغنية
- chvse - sick of y'all كلمات الأغنية
- xaver & kazondabeat - backgammon كلمات الأغنية
- riverdales - rehabilitated [live] كلمات الأغنية
- bernardo lanzetti - non si può dire كلمات الأغنية
- bobby darin - settle down (goin' down that highway) كلمات الأغنية
- still_bloom - slowburn كلمات الأغنية
- thckfggz (third iris x ashkhas - what's good? كلمات الأغنية
- bobby darin - hello sunshine كلمات الأغنية