
arnob - noyon tomare كلمات أغنية

নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
সবাই ছেড়েছে, নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন, পথ যার গেহ
সেও আছে তব ভবনে
সেও আছে তব ভবনে
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার
কাল পারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
জানি শুধু তুমি আছ, তাই আছি
তুমি প্রাণময়, তাই আমি বাঁচি
যত পাই তোমায়, আরো তত যাচি
যত জানি, তত জানি নে
যত জানি, তত জানি নে
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
তুমি আর আমি, মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
كلمات أغنية عشوائية
- billie holiday - if dreams come true كلمات أغنية
- billie holiday - if i didn't care كلمات أغنية
- burning heads - learning to crawl كلمات أغنية
- billie holiday - jeepers creepers كلمات أغنية
- burning heads - b@bylon by skate كلمات أغنية
- billie holiday - let's do it كلمات أغنية
- billie holiday - lover man (oh, where can you be?) كلمات أغنية
- billie holiday - moonglow كلمات أغنية
- billie holiday - miss brown to you كلمات أغنية
- burning inside - words of wyndham (intro) كلمات أغنية