kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

arnob - hok kolorob كلمات أغنية

Loading...

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান?
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে, মিল হল ক্যান? ।।
হক অযথা, এসব কথা
তাল না হয়ে তিল হল ক্যান?
কুয়র তল, বিষণ জলে
খাল না হয়ে ঝিল হল ক্যান? ।।
দুত্তুরি ছাই, মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে, নীল হল ক্যান? (হল ক্যান)
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান?
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হল ক্যান? ।।
দুত্তুরি ছাই, মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান?
লাল না হয়ে নীল ।
খাল না হয়ে ঝিল ।
তাল না হয়ে তিল ।
ফুল না হয়ে চিল, হল ক্যান? ।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...