
arnob - dhaka ratey كلمات أغنية
Loading...

শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
ছোট্ট খোকা স্বপ্ন বোনে কোন খেয়ালে
কী যেন কী হচ্ছে লেখা দেওয়ালে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
كلمات أغنية عشوائية
- c1 whippersnapper - fair-weather friend كلمات أغنية
- baine! & yo5hy - glock in my rawrie :3 كلمات أغنية
- vintage violence - astronauta كلمات أغنية
- jahvor - everywhere كلمات أغنية
- morrow larsen - don't wanna think about it كلمات أغنية
- felipe schroder - comunhão كلمات أغنية
- sandy (spain) - boyfriend typa shit كلمات أغنية
- the spits (band) - trouble كلمات أغنية
- beachfield - kill again كلمات أغنية
- 2nd effect - 偏食 (picky eater) كلمات أغنية