
arnob - chai كلمات أغنية
Loading...

একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুজেই পাওয়া
মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই চাই
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সারা
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
كلمات أغنية عشوائية
- woke - forever كلمات أغنية
- rowjay - stripclub (remix) كلمات أغنية
- deathbyromy - no more كلمات أغنية
- young pisces - count it up كلمات أغنية
- the merry-go-round - gonna leave you alone كلمات أغنية
- sinsenfist - daop كلمات أغنية
- cheesebuckets - rose كلمات أغنية
- fj outlaw - take you down كلمات أغنية
- michael martin murphey - rhythm of the road كلمات أغنية
- kriesha tiu - sunset dream (korean ver.) كلمات أغنية