arnob - chader shiri كلمات الأغنية
Loading...
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের মত
আমি যাবো সাত সমুদ্র পেরিয়ে
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
ধার করে তোর লেখা ঝোকার খাতা
নতুন পায়ে সুরের দেশে যায়
কথা সুতোয় সুরের মালা গেঁথে গলায় পরে
দুজন মিলে গাই
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
كلمات أغنية عشوائية
- zedned - intimate كلمات الأغنية
- 23 megabits - morning glory كلمات الأغنية
- shtrihcod - nails كلمات الأغنية
- danny estefo - darnos un tiempo كلمات الأغنية
- geordie kieffer - get my lawyer كلمات الأغنية
- deaf school - knock knock knocking كلمات الأغنية
- resistenzia - simple proletario كلمات الأغنية
- jeunebuddi - salvia كلمات الأغنية
- k.bhta (grc) - cicada كلمات الأغنية
- carol biazin - dessa vez não كلمات الأغنية