
arko mukherjee - loke bole كلمات أغنية
[intro]
কী ঘর বানাইব আমি
কী ঘর বানাইব আমি শূণ্যেরই মাঝার?
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার?
[verse 1]
ভলা করি ঘর বানাইয়া
অরে, ভলা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
অরে, কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 2]
আগে যদি জানত হাসন
আগে যদি জানত হাসন
বাঁচবো কতদিন
অরে, বাঁচবো কতদিন
বানাইতো দালান-কুঠা
অরে, বানাইত দালান-কুঠা
করিয়া রঙিন
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 3]
এই ভাবিয়া হাসন রাজা
এই ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
অরে, ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখবো আল্লা
অরে, কোথায় নিয়া রাখবো আল্লা
সেই ভাবিয়া কান্দে
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[outro]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
كلمات أغنية عشوائية
- ehiorobo - fun & torture كلمات أغنية
- baby keem - vent (demo) كلمات أغنية
- kiwifrooot - saccharine كلمات أغنية
- justnic - pressure كلمات أغنية
- марина бриз (marina brizz) - чернила (ink) كلمات أغنية
- hoàng hải dương - một ngày mùa đông كلمات أغنية
- the jacksons - torture (7" version) كلمات أغنية
- limkelda - одиночество в сети+ (loneliness on the net+) كلمات أغنية
- scott sk miller - anime chic كلمات أغنية
- pranno - ангелы не врут (angels ne vrut) كلمات أغنية