ariyan - ondho bhalobasha كلمات أغنية
অর্থই জীবনের সব বুঝিনি আগে
যদি জানতাম তাই তবে
পড়ে থাকতাম অর্থের পেছনে
আমার অন্ধ ভালোবাসা ছিল তোমাকে ঘিরে
তুমি চলে গেলে আমাকে ছেড়ে অর্থেরই কারণে
পেরেছ কি অর্থ নিয়ে সুখী হতে
সত্যিকারের ভালোবেসে ছিলাম আমি তোমাকে
চলে যাবে তুমি
বুঝিনি তো আগে
সুখে থেকো ভালো থেকো বলি আল্লাহর দরবারে
মনে পরার আগে তোমার এই অবসরে
তুমি চাইলেও পাবেনা এই আমাকে ফিরে
কারণ তোমাকে ছেড়ে থাকি বহুদূরে
জীবনের সব পরাজয় আমি নিয়েছি মেনে
তোমাকে না পাওয়ার দুঃখ আমায় কাঁদায়
আমি মাঝে মাঝে ভুলে যাই আমি নিজের স্বপ্নকে।
অর্থই জীবনের সব বুঝিনি আগে
যদি জানতাম তাই তবে
পড়ে থাকতাম অর্থের পেছনে
আমার অন্ধ ভালোবাসা ছিল তোমাকে ঘিরে
তুমি চলে গেলে আমাকে ছেড়ে অর্থেরই কারণে
পেরেছ কি অর্থ নিয়ে সুখী হতে
সত্যিকারের ভালোবেসে ছিলাম আমি তোমাকে
চলে যাবে তুমি বুঝিনি তো আগে
সুখে থেকো ভালো থেকো বলি আল্লাহর দরবারে।
كلمات أغنية عشوائية
- sensei - leonardo da vinci (micidiale) كلمات أغنية
- tricot - しちならべ (shichinarabe) كلمات أغنية
- veltpunch - 死人と梔子(dead man & cope jasmines) كلمات أغنية
- big brain small skull - fuck gimp leg كلمات أغنية
- voyce memos - west girl كلمات أغنية
- frej larsson - åh kristus كلمات أغنية
- stokley - cascade كلمات أغنية
- keeana kee - ride with me كلمات أغنية
- ninette - limbo كلمات أغنية
- tongari kids - トンガリキッズbダッシュ كلمات أغنية