ariyan mehedi - tumi khub sundor (তুমি খুব সুন্দর) كلمات الأغنية
Loading...
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধুআমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
كلمات أغنية عشوائية
- bläck fööss - surfen am fühlinger see كلمات الأغنية
- lil angle - loyalty كلمات الأغنية
- drinker - even if i know كلمات الأغنية
- arkheth - parody of the forgotten كلمات الأغنية
- mark henry - angel haire/walks faster (feat. side b) كلمات الأغنية
- hamza khan swati - rabba ve كلمات الأغنية
- eebz 249 - sanda freestyle كلمات الأغنية
- walk in darkness - time to rise كلمات الأغنية
- ones_music - по дороге домой (po doroge domoj) كلمات الأغنية
- siem - verkeerd (disstrack) كلمات الأغنية