
ariyan mehedi - tumi khub sundor (তুমি খুব সুন্দর) كلمات أغنية
Loading...
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধুআমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
كلمات أغنية عشوائية
- catholic action - witness كلمات أغنية
- ks - velvet rouge كلمات أغنية
- sonic-till - kkk كلمات أغنية
- kiamo - malcolm كلمات أغنية
- vspak - рыжая девушка (redhead girl) كلمات أغنية
- slime kidd - другой (different) كلمات أغنية
- rocket pengwin - anti-hero كلمات أغنية
- the medium - alone كلمات أغنية
- carly pearl - daydream كلمات أغنية
- gucci mane - miss paris hilton كلمات أغنية