
ariyan mehedi - mitthe abege كلمات أغنية
Loading...
মিথ্যে আবেগে আমি পুড়ে ছাই
তবুও তোমাকে আমি যে চাই
মেয়ে তুমি কেনো দূরে থাকো
আমকে একা রেখে
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
জানতাম ভুলে যাবে তুমি আমাকে
বুঝতাম না ফেলে যাবে এই মাঝ পঁথে
জানতাম ভুলে যাবে তুমি আমাকে
বুঝতাম না ফেলে যাবে এই মাঝ পঁথে
ভাবিনি কখনো, তুমি আমাকে
এভাবে ঠকাবে
বুঝিনি কখনো
তুমি আমকে ভুলেই যাবে
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
كلمات أغنية عشوائية
- qmosdefq - collect call كلمات أغنية
- the cowmen - drinkin كلمات أغنية
- riley pearce - circles كلمات أغنية
- sofi tukker - benadryl كلمات أغنية
- joão paulo e júnior - saudade sua كلمات أغنية
- triston donahue - abc's كلمات أغنية
- the frights - crutch كلمات أغنية
- fun mode - вы не готовы كلمات أغنية
- yuki - romance كلمات أغنية
- dave gahan & soulsavers - shine كلمات أغنية