
arindom & shirsha chakraborty - tomake bhalobeshe jete chai (from "taandob") كلمات أغنية
[verse 1]
আমি তোমার মনের ভীষণ কাছে
তবুও কেন দেখেও দেখো না
তোমার কাছে যে সব রাখা আছে
সে সব কথা কাউকে বলো না
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 2]
কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই
আছো তুমি এ দুনিয়ার মাঝে
তুমি আমার গল্পকথার বই
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 3]
তবে তো হলো না আর
আমি কে, কে তোমার?
এই তুমি নেই তুমি
বলো, যাই আর কোথায়?
[pre_chorus]
মেঘলা দিন একলা রাত
নামলো ঝড় কি হঠাৎ
বলো না এক কথায়
পাবো কোথায় তোমায়?
তুমি চাইলেই যে ঘর বাঁধবে
তুমি জুড়বো রাতের তারাতে
তাতে সাজবে সব আমাদেরই
হাতে তৈরি হওয়া দিন
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
كلمات أغنية عشوائية
- babasonicos - sin mi diablo كلمات أغنية
- babasonicos - sheeba baby كلمات أغنية
- babasonicos - solita كلمات أغنية
- babasonicos - su auto dejo de funcionar كلمات أغنية
- babasonicos - soy rock كلمات أغنية
- babasonicos - somos la pelota كلمات أغنية
- babasonicos - su ciervo كلمات أغنية
- shiratori maika - aitai كلمات أغنية
- babasonicos - suturno كلمات أغنية
- babasonicos - yegua كلمات أغنية