kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

arindam - ektuku choya lage كلمات أغنية

Loading...

একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে

কিছু পলাশের নেশা
কিছু বা চাপায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুণে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
news you might be interested in

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...