arindam - ektuku choya lage كلمات الأغنية
Loading...
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে
কিছু পলাশের নেশা
কিছু বা চাপায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুণে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
news you might be interested in
كلمات أغنية عشوائية
- ace troubleshooter - fortress (acoustic version) كلمات الأغنية
- ace troubleshooter - chilly minnesota كلمات الأغنية
- matthew good - we're so heavy كلمات الأغنية
- matthew good - it's been a while since i've been your man كلمات الأغنية
- matthew good - little terror كلمات الأغنية
- ace troubleshooter - full release كلمات الأغنية
- big daddy kane - uncut, pure (original remix) كلمات الأغنية
- ace troubleshooter - little miss hazel eyes كلمات الأغنية
- ace troubleshooter - jock rock كلمات الأغنية
- big dismal - remember (i.o.u.) كلمات الأغنية