
arijit singh - samantaral title track كلمات أغنية

এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
একই বারান্দা জুড়ে
হবে শীত রোদ্দুরে রোজই দেখা
কোনো হঠাৎ দুপুরে
যদি মনে হয় দূরে তুমি একা
জেনো বাতাস বিদেশি
তবু আছে প্রতিবেশী বড় কাছে
একই পাঁচিলে পাঁজরে
তারা হাতে হাত ধরে আজও বাঁচে
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
আছি প্রলাপে প্রমাদে
আছি বিকেলের ছাদে শাড়ি তোলা
দেখো পুরোনো রেলিঙে
এসে বসে আছে ফিঙে লেজ ঝোলা
জলে রোদ ঝিকিমিকি
আর মেঘেরা শরিকী দূরে ভাসে
আছে যেটুকু ভরসা
এই মুঠো ভরাপোষা কি পলাশে
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
كلمات أغنية عشوائية
- gorillaz - shy-town كلمات أغنية
- roy orbison - you better stop كلمات أغنية
- bluejon - pop corn كلمات أغنية
- gorillaz - hillbilly man كلمات أغنية
- buried by the ocean - yegor's wet golf course كلمات أغنية
- addison road - this little light كلمات أغنية
- away we go - if she's a deceiver then does that make me divine كلمات أغنية
- destroy rebuild until god shows - my swagger has a first name كلمات أغنية
- jascha richter - nature of life كلمات أغنية
- amanda morra - kisses كلمات أغنية