arijit singh - samantaral title track كلمات الأغنية
এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
একই বারান্দা জুড়ে
হবে শীত রোদ্দুরে রোজই দেখা
কোনো হঠাৎ দুপুরে
যদি মনে হয় দূরে তুমি একা
জেনো বাতাস বিদেশি
তবু আছে প্রতিবেশী বড় কাছে
একই পাঁচিলে পাঁজরে
তারা হাতে হাত ধরে আজও বাঁচে
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
আছি প্রলাপে প্রমাদে
আছি বিকেলের ছাদে শাড়ি তোলা
দেখো পুরোনো রেলিঙে
এসে বসে আছে ফিঙে লেজ ঝোলা
জলে রোদ ঝিকিমিকি
আর মেঘেরা শরিকী দূরে ভাসে
আছে যেটুকু ভরসা
এই মুঠো ভরাপোষা কি পলাশে
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
كلمات أغنية عشوائية
- bertolf - beggin' - live @ giel 3fm كلمات الأغنية
- katy mcallister - tell me i'm hopeless كلمات الأغنية
- queen - we will rock you (duet version) كلمات الأغنية
- yolanda adams - bestill كلمات الأغنية
- bobby shmurda - worldwide nigga كلمات الأغنية
- billy badnewz - vampitious كلمات الأغنية
- eddy baker - lex luthor كلمات الأغنية
- chief keef - blurry كلمات الأغنية
- dramadigs - der 2. november كلمات الأغنية
- don backy - io più te كلمات الأغنية