arijit singh - mon majhi re كلمات الأغنية
রাজকুমার পরামানিক 08447605260
মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে
মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে …
চিন্তা তে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এই যন্ত্রণার
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
(রাজকুমার পরামানিক 08447605260)
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর …ও”‘
নেই রোধ নেই রং
জানি নাই কিচ্ছুই করার …ও”
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর …
নেই রোধ নাই রং
জানি নেই কিছুই করার
পরছে মনে মুখের আদল
ভাঙ্গে বুক ভাংছে পাহাড়
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয় .
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
(রাজকুমার পরামানিক 08447605260)
নিজেকেই মনে হয় বলে দি
এ সবই ভুল ওওওওওওওওও
ঝরে জাক পড়ে যাক
আদরে ফোটানো ফুল
চিন্তাতে তোর কাটছে প্রহ
শান্তি নেই এ যন্ত্রনার
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
كلمات أغنية عشوائية
- izolovan - troppo giovane كلمات الأغنية
- tito "el bambino" - duelo كلمات الأغنية
- kaysuma - i miss you كلمات الأغنية
- errxr_404 - losingsleep كلمات الأغنية
- johnny crosss - coming in close كلمات الأغنية
- fabe (fin) - tähti كلمات الأغنية
- danit treubig - amanecer كلمات الأغنية
- 100k track, ynw melly, toosii, fcg heem & dke author - no love too كلمات الأغنية
- c57 - eu sou كلمات الأغنية
- aviira - insanity كلمات الأغنية