
arijit singh - ke ami kothay (from "ek je chhilo raja") كلمات أغنية
Loading...
হাজার অতীত জন্মদাগের মত
ফুটে থাকে তারায় তারায়
কে যেন ছিলাম মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
আমি কি আমি
না অন্য কেউ
একই মুখ বহু ঠিকানায়
এসেছি যেমন
মিশে যাব ঠিক
মাটি, জল, আগুন, হাওয়ায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
রাখ কি রাখ না
মনে জীবন
দিন গুনি ফেরার আশায়
দেখ মহাকাশে
প্রতি মুহূর্তে
আলো তার পথ বদলায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
প্রতি জনমে
এক নতুন সেদিন
পুরোনো তারিখ খুঁজে পায়
বহু পথিকের
একই পায়ে হাটা
এ আমির গল্প শোনায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
كلمات أغنية عشوائية
- ury summers - wasted youth كلمات أغنية
- post eme - libre كلمات أغنية
- paper heart - negative (single edit) كلمات أغنية
- jasmine crowe, keith weidner - the ghost (acoustic) كلمات أغنية
- the arrival note - grey كلمات أغنية
- агас (agac) - азия - евразия كلمات أغنية
- liim's - freestyle mentalite baara كلمات أغنية
- prince kj - head shot كلمات أغنية
- twlv (트웰브) - yes كلمات أغنية
- la séptima banda & edgardo nuñez - el hijo del ingeniero (en vivo) كلمات أغنية