arijit singh - apur paayer chhap كلمات الأغنية
Loading...
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
كلمات أغنية عشوائية
- jt the bigga figga - midnight كلمات الأغنية
- gy rayne - cinderella كلمات الأغنية
- madeline consoer - 1% كلمات الأغنية
- sharc - dark magic كلمات الأغنية
- 9ice - bo kini yen كلمات الأغنية
- popeda - taas kutsuu mua maantie! كلمات الأغنية
- greyface - moving to the ocean كلمات الأغنية
- david f. bello - media ghost / morning كلمات الأغنية
- miami beat wave - handle it كلمات الأغنية
- biomxtter - doofus كلمات الأغنية