
arijit singh - apur paayer chhap كلمات أغنية
Loading...
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
كلمات أغنية عشوائية
- pesado - no tengas miedo de llorar كلمات أغنية
- steff la cheffe - schtreunerin كلمات أغنية
- young grizzley - young bosses cypher (feat. tomaskers) كلمات أغنية
- the last vegas - you are the one كلمات أغنية
- sup3rstar - i'm on my way كلمات أغنية
- amelieee - wake up كلمات أغنية
- eureka machines - being good is okay, but being better's better كلمات أغنية
- lil lonnie - coincidence كلمات أغنية
- bill anderson - it can't go anywhere but wrong كلمات أغنية
- noctum - the seance كلمات أغنية