
arijit singh - apur paayer chhap lyrics
Loading...
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
Random Lyrics
- jump5 - celebration lyrics
- martin garrix & david guetta - so far away (blinders remix) lyrics
- toro y moi - say that (live) lyrics
- dark signal - drag me to hell lyrics
- morgan heritage - blackman's paradise lyrics
- savage ga$p - moshi moshi lyrics
- tony blaster - paradise lyrics
- avernal - spirit in black lyrics
- braydbunch - best men lyrics
- toinen kanava - oishan se pitäny tietää lyrics