
arijit singh - কেউ জানে না (keu jaane naa) كلمات أغنية
[intro]
পাগল হয়ে আছি তোরই কারণ
সাথে করে এনেছি নে এই মন
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[verse 1]
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলী এ সময়
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[verse 2]
একলা ছিলো মন ধুসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙিন
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
كلمات أغنية عشوائية
- mc yankoo - amajlija كلمات أغنية
- andrea laszlo de simone - fiore mio كلمات أغنية
- lithuania - questions كلمات أغنية
- louverture - one man army كلمات أغنية
- lyrica anderson - company كلمات أغنية
- pedro hoisel & cris diniz - dose certa كلمات أغنية
- 8bitmarbles - speaking to (prod. cizzvrp) كلمات أغنية
- reggie couz - all the time كلمات أغنية
- coldburn - scour the rust كلمات أغنية
- arkano - tormenta كلمات أغنية