arijit singh feat. annwesha - bojhabo ki kore كلمات الأغنية
Loading...
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
“উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
كلمات أغنية عشوائية
- jealousforever - mountains كلمات الأغنية
- lost & white-b - dandan كلمات الأغنية
- dead coast - carnivore كلمات الأغنية
- letón pé, piek - al azar كلمات الأغنية
- lil cogar - l0v3 كلمات الأغنية
- artla - rusdrill (demo) كلمات الأغنية
- honk! - ohne simone كلمات الأغنية
- бредишь - ад/рай كلمات الأغنية
- karen souza & wax - encino كلمات الأغنية
- nelson eddy - in the still of the night كلمات الأغنية