arijit singh & annwesha - bojhabo ki kore كلمات الأغنية
Loading...
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
كلمات أغنية عشوائية
- nightbringer - the void كلمات الأغنية
- pray for locust - the living dead كلمات الأغنية
- old season - forever damned كلمات الأغنية
- zavorash - world dominion كلمات الأغنية
- randy - dirty tricks كلمات الأغنية
- one chance - turn back the time كلمات الأغنية
- l a guns - one way ticket كلمات الأغنية
- orleans - forever كلمات الأغنية
- christopher dallman - hard to breathe كلمات الأغنية
- jae millz - no no no كلمات الأغنية