
arfin rumey & porshi - priyotoma كلمات أغنية
[intro]
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
[verse 1]
পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা
তোর মায়রে চুদি খানকিরপোলা
[chorus]
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
[verse 2]
ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে
[chorus]
ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
[bridge]
তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে
[final chorus / outro]
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
كلمات أغنية عشوائية
- kyle hume - i don't think we landed on the moon كلمات أغنية
- the conscious daughters - da mack shit كلمات أغنية
- aaron & amanda crabb - give it all كلمات أغنية
- poi dog pondering - the big walk (1986) كلمات أغنية
- damn cool vision - citizen كلمات أغنية
- geleks - big green freestyle كلمات أغنية
- supxr - element كلمات أغنية
- wizard fan club - tuh tuh tolerate كلمات أغنية
- poi dog pondering - fact of life (1984) كلمات أغنية
- siyahxo! - whole ho! كلمات أغنية