
arekta rock band - tomar haat dhore ami aj bhorer opekkhay كلمات أغنية
[verse 1]
যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো_আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই
[instrumental]
[verse 2]
কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[guitar solo]
[bridge]
সকালের মিষ্টি রোদে
দুটো গান, বাজে একই সুরে
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[outro]
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
كلمات أغنية عشوائية
- ambush كلمات أغنية
- kanikapila - トラブルメイカー كلمات أغنية
- daniel ripoll feat. estrato 7 - jehová me sostiene كلمات أغنية
- kleber lucas - ele disse كلمات أغنية
- 合唱 - 僕が守る كلمات أغنية
- satu hati band - stupid boy كلمات أغنية
- pretty things - don't bring me down كلمات أغنية
- spongebob squarepants - lieblingsmansch كلمات أغنية
- libby tidley - love is just a lie كلمات أغنية
- the commander-in-chief - thou كلمات أغنية