
arekta rock band - notun shokal كلمات أغنية
Loading...
[verse]
মেঘ দেখে হয় তোমার ভয়
ভীষণ ঝড় বজ্রপাতে
কালবৈশাখী ধোঁকা দেয়
আর আমি নিচে দাঁড়িয়ে
ডানা মেলতে দেখি তোমাকে
ছুটি নিয়ে এ শহর থেকে
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[pre_chorus]
গোলাপি আকাশে
সীমানা ছেড়ে দূরে তাকাও
পড়ন্ত বিকেলে সন্ধ্যা নেমে এলে
তুমি জেনো আছি পাশে তোমার
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[outro]
হয়তো_বা দেখা হবে
দূর সাগর পাড়ে
সূর্য বেয়ে আসবে
নতুন সকাল
كلمات أغنية عشوائية
- dramab2r - first met كلمات أغنية
- norykko - tengo un plan كلمات أغنية
- freedom church - awake كلمات أغنية
- c-mob - dance with the devil كلمات أغنية
- angèle - la chanson de prévert (carte blanche france inter) كلمات أغنية
- virux - cash test كلمات أغنية
- malucci (malu vuitton) - dime (remix) كلمات أغنية
- makewar - sails كلمات أغنية
- david gilmour - on an island - live at pompeii كلمات أغنية
- mortsubite - renuncia كلمات أغنية