arekta rock band - notun shokal كلمات الأغنية
Loading...
[verse]
মেঘ দেখে হয় তোমার ভয়
ভীষণ ঝড় বজ্রপাতে
কালবৈশাখী ধোঁকা দেয়
আর আমি নিচে দাঁড়িয়ে
ডানা মেলতে দেখি তোমাকে
ছুটি নিয়ে এ শহর থেকে
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[pre_chorus]
গোলাপি আকাশে
সীমানা ছেড়ে দূরে তাকাও
পড়ন্ত বিকেলে সন্ধ্যা নেমে এলে
তুমি জেনো আছি পাশে তোমার
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[outro]
হয়তো_বা দেখা হবে
দূর সাগর পাড়ে
সূর্য বেয়ে আসবে
নতুন সকাল
كلمات أغنية عشوائية
- lace curtains - tropic of cancer كلمات الأغنية
- waze - meia-noite كلمات الأغنية
- sha hef - made me do كلمات الأغنية
- nat - ella كلمات الأغنية
- somethingalamode - show me كلمات الأغنية
- ab hammer - 1 day at a time كلمات الأغنية
- thomz & mishz - tijgertje naast mij كلمات الأغنية
- imsito - vin og juice كلمات الأغنية
- teemac - care enough كلمات الأغنية
- tajči - milion godina كلمات الأغنية