
arekta rock band - eden كلمات أغنية
কখনও কি
ভেবেছ
বৃষ্টিস্নাত
পরিকল্পনায়
আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
মহাকাশের প্রাচীর ভেঙ্গে
তারার দেশে
হেলায় হারাই
পাহাড়ের পাড়ে হাত বাড়ালে
অতল গভীরতা
আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
كلمات أغنية عشوائية
- sixthells - notre dame كلمات أغنية
- boskka . بوصكّا - champion - ديما مغرب كلمات أغنية
- searching the architect - empty كلمات أغنية
- lil hero - not going solo (demo) كلمات أغنية
- november ultra - novembre كلمات أغنية
- reignwolf - break the chain كلمات أغنية
- false serenity - live assembly كلمات أغنية
- smak - miris nje كلمات أغنية
- sam smith, kim petras - unholy (yonexx & finnet remix) كلمات أغنية
- tina boonstra - martha كلمات أغنية