
arekta rock band - chaap كلمات أغنية
Loading...
প্রাচীর ঘেরা মনে ভাঙার প্রতিশ্রুতি
আকুল আমি হারাই ঘন এ কুয়াশায়
আসক্ত আমি তোমার মুক্তিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
ভ্রান্ত দু’জনে, অদ্ভুত পরিণতি
আটকে পড়ে কাটাই সুমধুর হতাশায়
আসবে তুমি পুরোনো অনুভূতিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
كلمات أغنية عشوائية
- god module - rituals كلمات أغنية
- karim ouellet - fâché noir كلمات أغنية
- figureitout - last night كلمات أغنية
- kas - on top of the world كلمات أغنية
- ogechi - when i die (20) كلمات أغنية
- dana falconberry - copperleaf كلمات أغنية
- skinny al - suche nach dem schuss كلمات أغنية
- our fears - tell the truth كلمات أغنية
- todd snider - moon child كلمات أغنية
- labvēlīgais tips - koka klucis konstantīns كلمات أغنية