
archan chakraborty & satinath mukherjee - aaj mone hoy ei niralay كلمات أغنية
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
كلمات أغنية عشوائية
- lazā - celestial vibes كلمات أغنية
- cold war kids - fine fine fine كلمات أغنية
- vitra - sottosella كلمات أغنية
- dir en grey - 羅刹国 (rasetsukoku) كلمات أغنية
- joe pisapia - nashville melancholia كلمات أغنية
- wand - charles de gaulle كلمات أغنية
- hendys - allnight كلمات أغنية
- burialshroud - 27’s كلمات أغنية
- merle haggard - movin' on - with brooks & dunn كلمات أغنية
- haru (yuri park) - она (she) كلمات أغنية