
arbovirus - tomar gaan كلمات أغنية
Loading...
তোমার গান(tomar gaan)
এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়
ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে
কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁওয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন
একান্তই আমার
পাঁজরের মাঝে যত্নে
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়
উড়ে যাও ডানা মেলে…
كلمات أغنية عشوائية
- nunatak - bestias sedientas كلمات أغنية
- the smashing pumpkins - home كلمات أغنية
- dias - tschüss, ich bin weg كلمات أغنية
- blac crew - we are the meaning yo كلمات أغنية
- frank zappa - i'm not satisfied كلمات أغنية
- harmon - lost kids كلمات أغنية
- veozo - title كلمات أغنية
- last child (band) - penantian كلمات أغنية
- jay melody - goroka كلمات أغنية
- color theory - unsigned كلمات أغنية