arbovirus - shekor كلمات الأغنية
Loading...
স্মৃতির ছায়া দাঁড়ায় জানালার ওপাশে
মৃত অস্তিত্বের ডাকে থমকে যায় সময়
ডুকরে কাঁদে অন্ধকারে ধূসর স্বপ্নেরা
নোনা কুয়াশায় অস্পষ্ট সামনের দিনগুলো
ভিড়ের মাঝে খুঁজি পরিচিত মুখ
কোথায় আটকে থাকি স্মৃতির প্রতারনায়
ঘুমের মাঝে প্রতিদিন প্রার্থনা সাদাকালো স্বপ্নের
বর্ণহীন স্বপ্নগুলো অনেক কাছের
আমরা তো ভুলে যেতে চাই সবকিছু
তবু কেন আটকে থাকি পিছুটানে
এ যেন সব শেষে আবারও পেছনে ফেরা
শেকড় ছেঁড়ার কান্না থামবে না কোনোদিন
কোনোদিন
আমরা তো ভুলে যেতে চাই সবকিছু
তবু কেন আটকে থাকি পিছুটানে
এ যেন সব শেষে আবারও পেছনে ফেরা
শেকড় ছেঁড়ার কান্না থামবে না কোনোদিন
কোনোদিন
كلمات أغنية عشوائية
- christopher labi rance - cold christmas eve كلمات الأغنية
- mittor - não quero saber كلمات الأغنية
- حمزة نمرة - bos bos | بص بص - hamza namira كلمات الأغنية
- how (grc) - 38 كلمات الأغنية
- sixtones - セピア (sepia) كلمات الأغنية
- notfunnyman - big black men كلمات الأغنية
- beck - when the water will take back the land (version 1) كلمات الأغنية
- rafaela romo - espíritu كلمات الأغنية
- guy blackman - private time كلمات الأغنية
- lazylazy - soup كلمات الأغنية