
arbovirus - omanush كلمات أغنية
Loading...

শুধুই হাত দেখি আমি
পড়ে থাকে মুঠো করে সাদা কালো নীল বেগুনী
সারাঘর জুড়ে ঘুরে বেড়ায় শত মানুষের ছায়া
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা…
অনেক ধোঁয়ার নিচে অসম অহংকার
চেনা মানুষের মাঝে অমানুষের বাস
পাথুরে চোখে ভয়ের শেষ আঁচড় মেটায়, তোমার তৃষ্ণা
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা…
كلمات أغنية عشوائية
- ruti - nothing's easy كلمات أغنية
- rewind214 - promise كلمات أغنية
- luciana mello - pra cada coisa كلمات أغنية
- woedi ozier - the bar كلمات أغنية
- twisted insane - the haunt كلمات أغنية
- amor - children كلمات أغنية
- beatrice - i might lie كلمات أغنية
- drawn and quartered - punishment of burning torment كلمات أغنية
- quannnic - how much time to quit كلمات أغنية
- pneuma - split كلمات أغنية