arbovirus - obastob كلمات الأغنية
Loading...
[verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[instrumental break]
[verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[guitar solo]
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
كلمات أغنية عشوائية
- orhan gencebay - allah bizimledir كلمات الأغنية
- the jacksons - things i do for you (live) كلمات الأغنية
- i hate andy - blame on me كلمات الأغنية
- 安心亞 (xinya an) - don't cry كلمات الأغنية
- choccy - me كلمات الأغنية
- julien déry - bonne journée كلمات الأغنية
- riddletm - allegiance كلمات الأغنية
- dulche - away كلمات الأغنية
- the bunny the bear - all i know كلمات الأغنية
- choccy - when i'm gone كلمات الأغنية