
arbovirus - obastob كلمات أغنية
Loading...
[verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[instrumental break]
[verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[guitar solo]
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
كلمات أغنية عشوائية
- наталія май (nataliya may) - ой, навіщо (oh, why?) كلمات أغنية
- 小倉唯 (yui ogura) - トキメキweekend! (tokimeki weekend!) كلمات أغنية
- icedoutsider - kviff كلمات أغنية
- aremaich - the angel كلمات أغنية
- super junior-d&e - 约定 (yuē dìng) كلمات أغنية
- maya endo - habitación كلمات أغنية
- imperia (band) - reach my tears كلمات أغنية
- josiahdavis. (usa) - what to say كلمات أغنية
- waterparks - gh2024 كلمات أغنية
- iluvjaylinnn - #fakebandtouchers (momo diss) كلمات أغنية