ar-k - prem tumi كلمات الأغنية
প্রেম তুমি
প্রেম তুমি
তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
প্রকৃতি অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনই হে প্রেম, তুমি সুন্দর দু’টি অন্তরে
প্রেম সত্য, প্রেম শাশ্বত, প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মঞ্চেই রহিত ঈশ্বর
তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
كلمات أغنية عشوائية
- von poe vii - titan كلمات الأغنية
- minor mountains - pills كلمات الأغنية
- nhc - high' and trippin' كلمات الأغنية
- duran duran - only in dreams كلمات الأغنية
- rob berry - king كلمات الأغنية
- ian freud - burn it all down كلمات الأغنية
- silento - watch me whip nae nae (nickelodeon remix) كلمات الأغنية
- dalsin - desabafo كلمات الأغنية
- greeen - bis ans ende der welt كلمات الأغنية
- henry bowers - the vigil كلمات الأغنية