kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ar-k - prem tumi كلمات الأغنية

Loading...

প্রেম তুমি
প্রেম তুমি

তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া

তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি

তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া

তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি

প্রকৃতি অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনই হে প্রেম, তুমি সুন্দর দু’টি অন্তরে
প্রেম সত্য, প্রেম শাশ্বত, প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মঞ্চেই রহিত ঈশ্বর

তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি

তুমি সূর্যোদয়ে যেন বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি-ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণা হাওয়া

তুমি যেন রংধনু সাত রঙে রঙ লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...