ar-k - oviman noy كلمات الأغنية
অভিমান নয়, কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয়, শুধু তোমাকে শুধাই
অভিমান নয়, কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয়, শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশাহত করে
তুমি সুখ খুঁজে পাও আনমনে, নীরবে?
কত অশ্রু বিনিময়ে
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায়?
কত আত্মত্যাগের বিনিময়ে
তোমার অতৃপ্ততার অবাসান হয়ে যায়?
অভিমান নয়, কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয়, শুধু তোমাকে শুধাই
জানি না, কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে
যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়
এই আমার ঘিরে অশুভ প্রহর হয়ে?
সঙ্গিনী, তুমি কি তবুও সুখী আনমনে, নীরবে?
কত অশ্রু বিনিময়ে
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায়?
কত আত্মত্যাগের বিনিময়ে
তোমার অতৃপ্ততার অবাসান হয়ে যায়?
অভিমান নয়, কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয়, শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশাহত করে
তুমি সুখ খুঁজে পাও আনমনে, নীরবে?
কত অশ্রু বিনিময়ে
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায়?
কত আত্মত্যাগের বিনিময়ে
তোমার অতৃপ্ততার অবাসান হয়ে যায়?
অভিমান নয়, কিছুটা অভিযোগ নিয়ে…
كلمات أغنية عشوائية
- wolnny - resquícios كلمات الأغنية
- nelly furtado - no hay igual (remix) كلمات الأغنية
- luchè - dormiamo insieme كلمات الأغنية
- ayax - blasfem interludio كلمات الأغنية
- marin - devoirs du weekend #5 كلمات الأغنية
- nina hagen - ich bin da gar nicht pingelig كلمات الأغنية
- petra - h-junassa كلمات الأغنية
- newspring worship - your freedom كلمات الأغنية
- alfa k,drey thee chaser,norton j - take a snap كلمات الأغنية
- don backy - ho rimasto كلمات الأغنية