
apu - mon bhalo nei كلمات أغنية
Loading...
মন ভালো নেই, বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
sashahed
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
كلمات أغنية عشوائية
- solitude aeternus - idis كلمات أغنية
- solitude aeternus - haunting the obscure كلمات أغنية
- solitude aeternus - insanity's circles كلمات أغنية
- solitude aeternus - midnight dreams كلمات أغنية
- solitude aeternus - mental pictures كلمات أغنية
- billy bragg - that's entertainment كلمات أغنية
- solitude aeternus - lament كلمات أغنية
- jimmy smith - chain of fools كلمات أغنية
- jimmy smith - i'm gonna move to the outskirts of town كلمات أغنية
- ty herndon - you can leave your hat on [by the fans' request] كلمات أغنية