apu - mon bhalo nei كلمات الأغنية
Loading...
মন ভালো নেই, বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
sashahed
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
كلمات أغنية عشوائية
- poppy tears - in my head كلمات الأغنية
- kozoria - sold here كلمات الأغنية
- x (random) - so good كلمات الأغنية
- q2t - andy murray كلمات الأغنية
- johnée - everytime كلمات الأغنية
- casen pointe - iwajira كلمات الأغنية
- j. stalin - 5 minutes of game كلمات الأغنية
- jae aux - no prescriptions كلمات الأغنية
- few dollars more - slave كلمات الأغنية
- кравц (kravz) - скуби ду (scooby do) كلمات الأغنية