
aonuradha feat. oamit kumar - tumi amay korte sukhi كلمات أغنية
Loading...
তুমি আমায় করতে সুখী, জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?
জিহাদ
كلمات أغنية عشوائية
- duke ellington - sleigh ride كلمات أغنية
- flasher - erase myself كلمات أغنية
- aviões - jeito carinhoso كلمات أغنية
- mr. lif - home of the brave (rawdio) كلمات أغنية
- swami netero - water(focused) كلمات أغنية
- harry connick, jr. - (i think i) love you a little bit كلمات أغنية
- michael augustin - murder she wrote كلمات أغنية
- valley - drive كلمات أغنية
- chanda mbao - selfish (ft. scott) كلمات أغنية
- haroinfather - teen romance كلمات أغنية