anusua chowdhury - chhoto chhoto asha كلمات الأغنية
Loading...
হয়তো তুমি ভুলে গেছো আমায়
আমি ভুলিনি তোমায়
হয়তো তুমি ভাবছো না আর আমায়
আমি ভাবছি যে তোমায়
আমি ভাবছি যে তোমায়(২)
ছোট্ট ছোট্ট আশা
তোমায় ভালোবাসা
অবুঝ সে ভাষা
তোমার কাছে আসা
তোমার চোখের মায়ায়
আমি হারিয়ে যেতে যে চাই
তোমার মাঝেই আমি
খুঁজে নিয়েছি পৃথিবী
যতদূরেই থাকো না কেন
ভালোবাসি তোমায় জেনো
ভালোবাসি তোমায় জেনো
স্বপ্নপ্রেমী মানুষ যারা
স্বপ্ন খুঁজে ফেরে তারা
তাদের জন্য স্বপ্নলোকের এই ধরা
আজ তাই তোমার হাতটি ধরে হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে চাই অমর্ত্যলোকে
আজ ভালোবাসার দিনে
ফিরে ফিরে বলতে আসি
ভালোবাসি বন্ধু তোরে
আরো বেশী ভালোবাসি(২)
كلمات أغنية عشوائية
- roscoe umali - never fallin' كلمات الأغنية
- sunn 0))) - aghartha كلمات الأغنية
- the phantoms (rock) - don't get no better كلمات الأغنية
- myazwe - pinot blunt كلمات الأغنية
- tha relativez - everyday كلمات الأغنية
- benji & fede - good vibes كلمات الأغنية
- chvrlix - sakit كلمات الأغنية
- kesh kesh - just drank some bleach كلمات الأغنية
- k3 - alleen door jou كلمات الأغنية
- che sudaka - mirando el mundo al reves كلمات الأغنية