
anusua chowdhury - chhoto chhoto asha كلمات أغنية
Loading...

হয়তো তুমি ভুলে গেছো আমায়
আমি ভুলিনি তোমায়
হয়তো তুমি ভাবছো না আর আমায়
আমি ভাবছি যে তোমায়
আমি ভাবছি যে তোমায়(২)
ছোট্ট ছোট্ট আশা
তোমায় ভালোবাসা
অবুঝ সে ভাষা
তোমার কাছে আসা
তোমার চোখের মায়ায়
আমি হারিয়ে যেতে যে চাই
তোমার মাঝেই আমি
খুঁজে নিয়েছি পৃথিবী
যতদূরেই থাকো না কেন
ভালোবাসি তোমায় জেনো
ভালোবাসি তোমায় জেনো
স্বপ্নপ্রেমী মানুষ যারা
স্বপ্ন খুঁজে ফেরে তারা
তাদের জন্য স্বপ্নলোকের এই ধরা
আজ তাই তোমার হাতটি ধরে হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে চাই অমর্ত্যলোকে
আজ ভালোবাসার দিনে
ফিরে ফিরে বলতে আসি
ভালোবাসি বন্ধু তোরে
আরো বেশী ভালোবাসি(২)
كلمات أغنية عشوائية
- dhurata dora & yll limani - malli كلمات أغنية
- izzy amo - luna كلمات أغنية
- néza (ita) - mode avion freestyle كلمات أغنية
- sunshine christo - candy land كلمات أغنية
- screxmt - killer with an magazine كلمات أغنية
- glen campbell & eric clapton - nothing but the whole wide world كلمات أغنية
- jolina louise - hollywood star كلمات أغنية
- yellow bile - $500 apartment (demo) كلمات أغنية
- prototype - solitaire (ft. kulturr) كلمات أغنية
- vision fields - till the work is done كلمات أغنية