anusheh anadil - shohoj manush كلمات الأغنية
Loading...
আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর
কোনটি আসল ভালবাসা, কে গো মনের দোসর (২)
মালিক, তোমার প্রেমে মগ্ন আমি তোমার ছায়া খুঁজি
তোমার মধুর স্পর্শ পেলেই সেই ঘরেরে পুঁজি
নিজের ঘরের রূপের ছায়া পরের ঘরে পাই
প্রেম সাগরে ডুব দিয়ে পাই ভাব সাগরে ঠাই
আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর
কোনটি আসল ভালবাসা, কে গো মনের দোসর
চাঁদের দিকে তাকিয়ে দেখ যায় জুড়িয়ে আঁখি
ভানুর রোদে যায় পুড়ে চোখ কেমনে তারে দেখি (২)
তেমনি কভু আমায় আমি…
তেমনি কভু আমায় আমি দেখতে নাহি পাই
আয়না ছাড়া দেখলে আঁখি যায় যে জ্বলে যায়
প্রেম সাগরে ডুবলে সখা পাইযে তোমার আলো
আরশি বিনাই দেখব তোমায় জ্বালো এ মন জ্বালো
মালিক, তোমার প্রেমে মগ্ন আমি তোমার ছায়া খুঁজি
তোমার মধুর স্পর্শ পেলেই সেই ঘরেরে পুঁজি
নিজের ঘরের রূপের ছায়া পরের ঘরে পাই
প্রেম সাগরে ডুব দিয়ে পাই ভাব সাগরে ঠাই
كلمات أغنية عشوائية
- sheila jordan - who can i turn to now كلمات الأغنية
- chris mzz. - molecular stasis كلمات الأغنية
- yeri yok - seçemezsin كلمات الأغنية
- prorok (ru) - базар (bazaar) كلمات الأغنية
- tardor - la cançó de paul i joanne كلمات الأغنية
- kidd j - ghost كلمات الأغنية
- los rivera destino & pedro capó - castigo كلمات الأغنية
- 陳勢安 (andrew tan) - touch love كلمات الأغنية
- laneous - modern romance كلمات الأغنية
- mel tormé - i wished on the moon كلمات الأغنية