
anupam roy - tai soi كلمات أغنية
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
আঁনাচে কাঁনাচে এখনো তোমার গন্ধ
তার শোনে ফাঁকা কাটেনি এখনো ছন্দ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
শহরে বাজারে শতকে হাজারে শূন্য
জমা কথার ভারে মনে মনে অল্প ক্ষুণ্ণ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
كلمات أغنية عشوائية
- rü (peru) - en tus lunares كلمات أغنية
- zurdaka - cruz de mayo كلمات أغنية
- marina santos - o sol não bate na minha janela كلمات أغنية
- aj krash - new faces كلمات أغنية
- lil red ant boto 900 king of the ants - back of my hand كلمات أغنية
- chrome rhino - interstellar runaway كلمات أغنية
- tower island - wrong tonight كلمات أغنية
- ryan garcía - pray for my haters كلمات أغنية
- jorge cruz - filipa, ny/t-shirt كلمات أغنية
- jan sepulon - o pana e olin a كلمات أغنية