anupam roy - tai soi كلمات الأغنية
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
আঁনাচে কাঁনাচে এখনো তোমার গন্ধ
তার শোনে ফাঁকা কাটেনি এখনো ছন্দ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
শহরে বাজারে শতকে হাজারে শূন্য
জমা কথার ভারে মনে মনে অল্প ক্ষুণ্ণ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
كلمات أغنية عشوائية
- kerry livgren - brave hearts كلمات الأغنية
- the avalanches - since i left you (stereolab remix) كلمات الأغنية
- icewear vezzo - funky كلمات الأغنية
- sxdtune - broken كلمات الأغنية
- souls of diotima - the dark lady كلمات الأغنية
- jeff rosenstock - no time to skank كلمات الأغنية
- glen allan and aidan cross - killing the time كلمات الأغنية
- bizzle - meet my savior كلمات الأغنية
- aidyndahustl3r - dream collaborations كلمات الأغنية
- 小宇 (xiao yu) - 臉 (beautiful face) كلمات الأغنية