anupam roy - rondhre rondhre paap (from "shah jahan regency") كلمات الأغنية
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মত
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
(তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে বিষের মত)
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
দেবানন্দের চিত্র দেখো না
গেলাসে, পাত্রে, টেবিলে, বোতলে
নেশা মাখছো প্রত্যেক আঙুলে
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
বান্ধবীদের মন তো জানো না
বান্ধবীদের মন তো জানো না
চন্দ্রবিন্দুর গানও শোনো না
মেডিক্যাল বিলে করছো জালি
বাবার মুখে লেপছো কালি
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
كلمات أغنية عشوائية
- ah pook the destroyer - the children of empire كلمات الأغنية
- etika (tr) - şiddete hayır كلمات الأغنية
- adina howard - ooh wee كلمات الأغنية
- hiro - trop tard كلمات الأغنية
- kowichi - 2016 كلمات الأغنية
- king woman - morning star كلمات الأغنية
- diamondsonmydick - azarath metrion zinthos كلمات الأغنية
- ssifaa - intro كلمات الأغنية
- giag700 - luna rossa كلمات الأغنية
- cássio farias - cheiro de jasmim كلمات الأغنية