
anupam roy - rondhre rondhre paap (from "shah jahan regency") كلمات أغنية
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মত
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
(তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে বিষের মত)
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
দেবানন্দের চিত্র দেখো না
গেলাসে, পাত্রে, টেবিলে, বোতলে
নেশা মাখছো প্রত্যেক আঙুলে
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
বান্ধবীদের মন তো জানো না
বান্ধবীদের মন তো জানো না
চন্দ্রবিন্দুর গানও শোনো না
মেডিক্যাল বিলে করছো জালি
বাবার মুখে লেপছো কালি
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
كلمات أغنية عشوائية
- monkey d livai - s/o fn كلمات أغنية
- broken flesh - hell كلمات أغنية
- libby garnett - long story short كلمات أغنية
- svcce - 2 lit! كلمات أغنية
- daniel, me estás matando - 2 cartas كلمات أغنية
- branco - feelings كلمات أغنية
- nesta and the blondes - three كلمات أغنية
- orio - pricey كلمات أغنية
- lino bmc - alone baby كلمات أغنية
- dale ann bradley - julia belle كلمات أغنية