anupam roy - posto كلمات الأغنية
আপন মনে থাকে posto
আপন মনে খেলে
আপন মনে হাসে posto
আপন মনে চলে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
ঐ আকাশ থেকে মেঘ নামিয়ে
ভিজতে কেমন লাগে
postooo
অাঁকতে ভালো লাগে posto
নাচতে ভালো লাগে
শীত এর কলে ঠক ঠকিয়ে
কাপতে ভালো লাগে
রুটিন নীয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আরে রুটিন নীয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আর ঘুদ ঘুদে অন্ধকারে ভূতে
নাম তা ধরে ডাকে
posto.
বিকেল বেলার ঘাসে
জোনাকি চার পাশে
তোকে উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরে তে মেরে ডুব
রদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কি লুকিয়ে রাখে এ posto
ট্রেনের মত ছোটএ posto
প্লেন মত ওরে
অঙ্ক কষে দেখে তারপর
পুকুরে ঢিল ছোড়ে
বেঙ্গাছি মিছিলে চলে লাফাতে লাফাতে
বেঙ্গাছি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তারা খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে
posto.
ফুলের গন্ধ মেখে posto
মাঠে থাকে শুয়ে
স্বপ্ন গুলো জোরে posto
একা একা শুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
তবে চাঁদের ভেতর গুপ্ত ধন
খুঁজতে যাওয়া যেত posto
বিকেলবেলার ঘাসে
জোনাকি চার পাশে
তোকে উড়িয়ে নিয়ে যাক
আকাশ উচুতে খুব
পুকুরে তে মেরে ডুব
রদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কি লুকিয়ে রাখে posto.
এই posto.
كلمات أغنية عشوائية
- yukana nogami - super stream كلمات الأغنية
- solteirões do forró - o galinha de hoje é o corno de amanhã كلمات الأغنية
- jack mc - verdadeira amiga كلمات الأغنية
- rey pila - no longer fun كلمات الأغنية
- sloba radanović - tajne كلمات الأغنية
- flamengo - samaba, amor e paixão كلمات الأغنية
- burhan g - hvor er du كلمات الأغنية
- b.o.b - feet don't fail me now كلمات الأغنية
- mc gutélo - gadin gadin كلمات الأغنية
- delittus - sem me arrepender كلمات الأغنية