
anupam roy - matir rang كلمات أغنية
মায়ের শাড়ি রেলিং থেকে ঝোলে
এক_দু’ফোঁটা জলের কণা পাই
আমার পাড়া রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই
মাটির রঙে মাটির কাছাকাছি
কুয়োর নিচে অনেক নিচে জল
গ্রীষ্মকালে বাছুরগুলো দারুণ রোদে কাঁদে
রাস্তা মোছে দিনের কোলাহল
আমার গাছে পায়নি যারা ছায়া
আমার গাছে পায়নি যারা ফল
তাদের কাছে আমায় নিয়ে চলো
তাদের বুঝি অন্য কোনো দল
তাদের বুঝি জানালাগুলো বন্ধ করে রাখা
তাদের বুঝি দু’চোখ ভরা জল
বৃষ্টি এলে মাখবো কাদা মাঠে
চুল ভেজাবো ইচ্ছে করে রোজ
নোংরা জলে হাত ডোবাবো কব্জি থেকে কনুই
পেতেও পারি নতুন কিছু খোঁজ
কখন তুমি ডাকপিওনে আসো
কখন ছুটি পাথর ফেলা মাঠ
যখন কিছু কচুরিপানা ভেসে
খেজুর গুড়ে শীতের কালে হাঁক
ওদের বুঝি বায়না করা স্বভাব ধরে গেছে
আজকে তবে ওদের কথা থাক
মায়ের শাড়ি রেলিং থেকে ঝোলে
এক_দু’ফোঁটা জলের কণা পাই
আমার পাড়া রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই
كلمات أغنية عشوائية
- hoku - what you need is what you get كلمات أغنية
- hopeless nation - chemical weapons attack كلمات أغنية
- hoodoo gurus - middle of the land كلمات أغنية
- howard jones - shine through كلمات أغنية
- kevin borg - the last words كلمات أغنية
- hoku - lifestyles of the rich and famous كلمات أغنية
- horse the band - cloudwalker كلمات أغنية
- hopeless nation - prayer of hatred كلمات أغنية
- howard jones - heaven give me words كلمات أغنية
- hide - blue sky complex (english version) كلمات أغنية