anupam roy - ekhon onek raat كلمات الأغنية
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়।
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়।
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দু’হাত দিয়ে মুছতে দিও প্লিজ।
তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে।
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়।
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ভালোবাসায় …
كلمات أغنية عشوائية
- koobilai - l'alchimie du verbe كلمات الأغنية
- cathy burton - great is our god كلمات الأغنية
- km$symn - mile high club كلمات الأغنية
- selton - i piatti كلمات الأغنية
- skillninilne - e.14 كلمات الأغنية
- post malone - honest كلمات الأغنية
- abor & lil rainbow - blindschleiche كلمات الأغنية
- newtro - ganas كلمات الأغنية
- grim force - god cries! world dies! كلمات الأغنية
- derrick branch - no diving كلمات الأغنية