anupam roy - bijli bati كلمات الأغنية
Loading...
আমার দিন ফুরালে বিজলী বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি |
আমার দিন ফুরালে বিজলী বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি |
আমার
বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভুত,
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত,
t.v-র পর্দায় সব কিছুই প্রস্তুত |
আমার বইয়ের তাকে জমছে ধুলো,
পথ হারাচ্ছে শব্দগুলো,
হঠাৎ তোমার কপাল ছুঁলো,
নাড়লে কড়া দরজা খুলো |
আমার
হালকা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান,
চামচ মাপছে চিনির পরিমাণ,
দেওয়ালে ঝুলছে আমার অভিমান |
আমার দিন ফুরালে বিজলী বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার
كلمات أغنية عشوائية
- kat wright - you got problems كلمات الأغنية
- mc maromba - vanessa كلمات الأغنية
- mando diao - don't tell me كلمات الأغنية
- the dirty bins - alive كلمات الأغنية
- rovert - time go كلمات الأغنية
- danny hallen - gay كلمات الأغنية
- tato quesada - razón de ser كلمات الأغنية
- mad old man - standing in the middle of the madness (feat. dope d.o.d.) كلمات الأغنية
- illmiss music - мой номер (my number) كلمات الأغنية
- 4c wayve - fallin love كلمات الأغنية