
anupam roy - benche thakar gaan كلمات أغنية
যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু’পায়ে বাঁধা ঘুঙুর
জেনো আমি খুলতে দেবনা
যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু’পায়ে বাঁধা ঘুঙুর
জেনো আমি খুলতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদর
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবনা
যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার
জেনো আমি থামতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
আর আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
كلمات أغنية عشوائية
- kes tokyo - don't know about it كلمات أغنية
- rewind - i'm taking it كلمات أغنية
- fababy - avec le seum كلمات أغنية
- rugsted - spring op, tag med كلمات أغنية
- camela - vuelve junto a mi كلمات أغنية
- i am clay (band) - where could i go كلمات أغنية
- kool savas - 16/2 كلمات أغنية
- emma steinbakken - pretty little secret كلمات أغنية
- micjeezy - young & gettin' it كلمات أغنية
- kerstin ott - ich wäre gern wie du كلمات أغنية