
anupam roy - basanto eshe geche (male version) كلمات أغنية
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবানী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে
আমার কাছে, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
كلمات أغنية عشوائية
- smp - in your blood كلمات أغنية
- witchthroat serpent - scorpent serpion كلمات أغنية
- melvv - over كلمات أغنية
- rk - j'allume كلمات أغنية
- galvant - young again كلمات أغنية
- robin trower - little bit of sympathy كلمات أغنية
- arma blanca - 85 bpm كلمات أغنية
- barry mann - countin' teardrops كلمات أغنية
- the bottle rockets - mountain to climb كلمات أغنية
- brigitte kaandorp - kom dan bij mij كلمات أغنية