anupam roy - basanto eshe geche (male version) كلمات الأغنية
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবানী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে
আমার কাছে, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
كلمات أغنية عشوائية
- nihil - fiskultura كلمات الأغنية
- blood orange - beauty كلمات الأغنية
- woody pond - lemon كلمات الأغنية
- steve chapman - what do you plan to do (when you leave here?) كلمات الأغنية
- proof-nation - город омск (omsk city) كلمات الأغنية
- paradox interactive - fish in the sea كلمات الأغنية
- jo fries - another way كلمات الأغنية
- ibrahim nebulae - here/there كلمات الأغنية
- icy shine 666 - gold shawty كلمات الأغنية
- j-zino, toppboy - dømmer meg كلمات الأغنية