
anupam roy - amake amar moto thakte dao كلمات أغنية
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো, না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো, না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
না… না-না-না-না-না.না, না-না-না-না… না, না-না-না-না.
না… না-না-না-না-না.না, না-না-না-না… না, না-না-না-না.
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
বিলাসের জলে ভাসবো না না না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
না… না-না-না-না-না.না, না-না-না-না… না, না-না-না-না.
না… না-না-না-না-না.না, না-না-না-না… না, না-না-না-না.
না… না-না-না-না-না.না, না-না-না-না… না, না-না-না-না.
كلمات أغنية عشوائية
- 二口魔菜 (futakuchi mana) - patto كلمات أغنية
- xooos (수스) - peaches (cover) كلمات أغنية
- similivinlife - do teba (slowed down) كلمات أغنية
- d vikram - about you كلمات أغنية
- l8 rapid - i can do u wrong كلمات أغنية
- royos - atmosphere كلمات أغنية
- demi lovato - infinite universe كلمات أغنية
- luxerx - infj كلمات أغنية
- pmx1000 - pl2 كلمات أغنية
- oviyan - picky كلمات أغنية