anupam roy - aami shei manushta aar nei كلمات الأغنية
[verse 1]
তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
[pre_chorus]
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার
[chorus]
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে
[instrumental break]
[verse 2]
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
সব কিছু শেষ হয় সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে
আমি সেই মানুষটা নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
[pre_chorus]
চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে
ওই নক্ষত্রের ঝাঁকে
[chorus]
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে
كلمات أغنية عشوائية
- yoshiwtf - strafe كلمات الأغنية
- cadence weapon - skyline كلمات الأغنية
- chuggaboom - mad skills brah (2021) كلمات الأغنية
- vi redd - anthropology كلمات الأغنية
- jerry vale - there goes my heart كلمات الأغنية
- marc e. bassy - atmosphere كلمات الأغنية
- fantastics (jpn) - cant give you up كلمات الأغنية
- paytolethal - way كلمات الأغنية
- the vespids - do or die كلمات الأغنية
- jesus loves junkies - a chance to die كلمات الأغنية