
anupam roy & prashmita paul - tomay niyei golpo hok كلمات أغنية
Loading...
ভিজছে কাক, আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাক, আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
তোমার চোখ, মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন
হাজার করতালি, তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
كلمات أغنية عشوائية
- ezekiel - sing كلمات أغنية
- twotimevae - k's كلمات أغنية
- lilmoey - chinese slavery كلمات أغنية
- yume yume jump! - ハッピーシンセサイザ (happy synthesizer) كلمات أغنية
- tacir şahmalıoğlu - qovuşdur allahım bizi كلمات أغنية
- frontline (nz) - routine كلمات أغنية
- lancey foux - live forever كلمات أغنية
- jk | johan kurniawan - pantai cola كلمات أغنية
- venny sianturi - ketulusan cintaku كلمات أغنية
- kettcar - ein brief meines 20-jährigen ichs (jedes ideal ist ein richter) كلمات أغنية