anupam roy & prashmita paul - tomay niyei golpo hok كلمات الأغنية
Loading...
ভিজছে কাক, আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাক, আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
তোমার চোখ, মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন
হাজার করতালি, তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
كلمات أغنية عشوائية
- dúné (rock band) - wanted out كلمات الأغنية
- birro - coragem do guerreiro كلمات الأغنية
- hipnautik & j.introvert - the walls of jericho كلمات الأغنية
- vipe mc - citriciz كلمات الأغنية
- grupo abk - porque no deja de doler (versión norteña) كلمات الأغنية
- sub bass monster - u.a.o.a كلمات الأغنية
- medina (se) - kemi كلمات الأغنية
- the clean - crazy كلمات الأغنية
- belzebù - bali كلمات الأغنية
- saphir - she كلمات الأغنية