anupam roy feat. arijit singh - aami raji كلمات الأغنية
হাওয়া লাগে চোখে মুখে
ভাল লাগে কম বেশি
গড়িয়ে যাক অফিস কাজ
খালের পাশাপাশি
হাওয়া লাগে চোখে মুখে
ভাল লাগে কম বেশি
গড়িয়ে যাক অফিস কাজ
খালের পাশাপাশি
এই সময়, একটু ভয়
মনের ভিতর কি সব হয়
কাঁপছে হাত, ডাকছে রাত
জীবন পাল্টে ফেলছে স্বাদ
হয়তো সেখানেই যেতে
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
গতে বাঁধা, কালো সাদা
মাটির কাছাকাছি
কুয়াশাতে ঢেকেছে মুখ
রোদের কারসাজি
ফাঁকা বিকেল, চারিদিকে
গানের পাল্টে যাচ্ছে স্কেল
কে ছুঁয়ে যায়, কে খালি পায়?
গড়িয়ে পড়ছে সারা গায়
হয়তো সেখানেই যেতে
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
এই পাহাড়ের গন্ধ শুষে ফেলে
লালালা লা লা লা
ছুটির মেজাজে স্বপ্নের কাছাকাছি এলে (এলে)
আমাদের চিৎকার আজ থামবেনা, থামবেনা
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
كلمات أغنية عشوائية
- original london cast of "the woman in white" - the asylum كلمات الأغنية
- felix cartal - over it كلمات الأغنية
- justis bratt - they want it كلمات الأغنية
- draganov - drogue douce (red) كلمات الأغنية
- janno gibbs - walang kupas كلمات الأغنية
- saudi - addicted (prod. the wonders) كلمات الأغنية
- yung fizz - no man's ice كلمات الأغنية
- claudio botelho - tão bonita كلمات الأغنية
- anabela - qualquer alma كلمات الأغنية
- dlxs - z-o zomer كلمات الأغنية