
antu dash - mondo hotona كلمات أغنية
[verse 1]
টুপ_টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল_ত্রুটি নিয়ে বাঁচা
[pre_chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
[instrumental break]
[verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
[pre_chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
كلمات أغنية عشوائية
- c-trox - grateful كلمات أغنية
- bella ruse - black & flowers كلمات أغنية
- tricky nicki - ride for ukraine كلمات أغنية
- aura da prophet - heart كلمات أغنية
- oh, weatherly - we're doing fine (dark of the night) كلمات أغنية
- dresen - lyrisk poesi 1 كلمات أغنية
- kim bo kyung - tell me كلمات أغنية
- jul - samantha كلمات أغنية
- san xyz - no waves كلمات أغنية
- cromo - italieno كلمات أغنية