kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

antu dash - mondo hotona كلمات أغنية

Loading...

[verse 1]
টুপ_টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল_ত্রুটি নিয়ে বাঁচা

[pre_chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে

[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না

[instrumental break]

[verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না

[pre_chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে

[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...