
antik mahmud - shey thik كلمات أغنية
[verse 1: fairose nawar]
হাজার যন্ত্রণার মাঝে
ছেলেটা বললো যে hi
একটা কঠিন অনুভূতি
ওর মতো আগে কাউকে দেখিনাই
আসছে বাবু ভাইয়া
বয়সে higher
বুইড়া বেডা uncle
কিন্তু আমি জানি
ওই আমার honey
আমার ছেলে খুঁজার আর নাই তেল
ও না দেখালেও আমি নিজে বসে স্বপ্ন দেখি
ও বাড়ি গাড়ি আনবে, dinner plate টাও একি
[chorus: fairose nawar]
হয়তো করছি কোনো ভুল
জানি আমার জন্য সে ঠিক
দেখি না দিক, কিনারা কূল
জানি আমার জন্য সে ঠিক
হয়তো সে নিজেও জানে না
আমি কি তার জন্য ঠিক
জানি না অন্য কারো দিক
জানি আমার জন্য সে ঠিক
সে ঠিক, সে ঠিক
[verse 2: beatbaksho]
আপু, যা_ই কন পোলা, কিন্তু হেই
আমার_আপনার choice নিয়ে সন্দেহ নেই
আপনি খুশি থাকলেই আমি খুশি থাকি
কবে বিয়া বলেন, ওইটা খাওয়াই বাকি
কন পোলা ডা কই?
মানি আপুর জন্য হে ঠিক
সাক্ষীতে মারমু আমি সই
মানে আপুর জন্য সে ঠিক
[chorus: beatbaksho]
দেহেন, পোলা নিজেও আর ভাবে না
আপনিই তার জন্য ঠিক
দেহে না অন্য কারো দিক
মানে আপুর জন্য হে ঠিক
হে ঠিক, হে ঠিক
[verse 3: antik mahmud]
না বলে_টলে কেন ছেলেটা হারায় গেছে
তোমার পেরা_টেরা খেয়ে হয়তো দেখো পালায় গেছে
ওর কাজ যদি হয় তোমার আজব কথা রাখা
এটা clingy না, ঘরের উপর ঝুইল্লা থাকা
হঠাৎ শান্তি চাবে, ঠিকই একদিন ভিক
তোমার থেকে ভালো হয়েছে, দেখো break টা নিক
chance আছে তাকাবে অন্য দিক
তাও হয়তো তোমার জন্য সে ঠিক
[chorus: fairose nawar, beatbaksho & antik mahmud]
হয়তো করছি কোনো ভুল
জানি আপুর জন্য হে ঠিক
দেখি না দিক, কিনারা কূল
হয়তো তোমার জন্য সে ঠিক
হয়তো সে নিজেও জানে না
আমি কি তার জন্য ঠিক
জানি না অন্য কারো দিক
জানি আমার জন্য সে ঠিক
সে ঠিক, সে ঠিক
كلمات أغنية عشوائية
- tors vrede - blod كلمات أغنية
- kalben - mitoz mayoz كلمات أغنية
- the moth & the flame - red flag كلمات أغنية
- gucci mane - antisocial (bonus) كلمات أغنية
- mannequin sex drive - hear the silence كلمات أغنية
- zayn malik - pillowtalk (remix) كلمات أغنية
- camel - lady fantasy كلمات أغنية
- xylø - blk cld كلمات أغنية
- белый день - галина كلمات أغنية
- iksan skuter - ayahmu takut anakku كلمات أغنية