
annie - kare dekhabo كلمات أغنية
Loading...
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
كلمات أغنية عشوائية
- cemetary - scars كلمات أغنية
- cemetary - sidereal passing كلمات أغنية
- cemetary - souldrain كلمات أغنية
- cemetary - sundown كلمات أغنية
- cemetary - sweet tragedy كلمات أغنية
- cemetary - the embrace كلمات أغنية
- cemetary - the wake كلمات أغنية
- cemetary - twin reactor كلمات أغنية
- cemetary - where the rivers of madness stream كلمات أغنية
- cemetary - last departure serpentine parade كلمات أغنية